রংপুরের পীরগাছায় ঘুষের টাকা ফেরতের দাবিতে উপজেলা সমবায় অফিস ঘেরাও করেছে ঋণ বঞ্চিত এক যুবক ও তার স্বজনারা। একপর্যায়ে এ নিয়ে ওই অফিসে বাক-বিতন্ডার ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমানকে এক ঘন্টা অবরুদ্ধ করে রাখে ওই যুবকরা। পরে উপজেলা পরিষদে আগত লোকজন পরিস্থিতি স্বাভাবিক করেন।
অবরুদ্ধকারীরা অভিযোগ করে জানায়, বিগত ৬ মাস পূর্বে উপজেলা তাম্বুলপুর ইউনিয়নের পূর্বদেবু গ্রামের মজির হোসেনের ছেলে আল আমিন আর্থিক সমস্যার কারণে ব্যাংক ঋণ পাবার জন্য উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমানের নিকট পরামর্শের জন্য যান। এ সময় ওই কর্মকর্তা ঋণ পাইয়ে দিতে আল আমিনের নিকট ১০ হাজার টাকা গ্রহন করেন। পরে উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান তাকে ঋণ পাইয়ে দিতে তালবাহানা শুরু করলে গতকাল রোববার দুপুরে আল আমিন ও তার বন্ধুরা ঘুষের টাকা ফেরতের দাবিতে উপজেলা সমবায় কার্যালয় ঘেরাও করে মিজানুর রহমানকে অবরুদ্ধ করে টাকা ফেরতের দাবি জানান। এ নিয়ে উভয়ে মাঝে বাক-বিতন্ডা সৃষ্টি হয়। পরে উপজেলা পরিষদে আগত লোকজন পরিস্থিতি স্বাভাবিক করেন এবং আগত লোকজনের কাছে ওই কর্মকর্তা ঘুষ নেয়ার কথা স্বীকার করেন। এ সময় অবরুদ্ধকারীরা ওই কর্মকর্তা শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এ বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘুষের ১০ হাজার টাকা নেয়ার কথা স্বীকার করে বলেন, আমার স্ত্রীর মাধ্যমে ওই যুবককে ৮ হাজার টাকা ফেরত দিয়েছি। বাকি টাকা দেয়া হয়নি।