মুলাদীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বেলা সোয়া ১২টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরসফিপুর গ্রামের মৃত তাজল সরদারের পুত্র দুলাল সরদার পার্শ্ববর্তী বাগানে পড়ে থাকা বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। দুলাল সরদারের ভাই জাহাঙ্গীর সরদার জানান রবিবার দুপুরে গরু আনার জন্য বাগানের মধ্য দিয়ে পাশ্ববর্তী জমিতে যাওয়ার সময় পথে বিদ্যুতের তার দেখে দুলাল সরদার পা দিয়ে সড়ানোর চেষ্টা করে। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হলে জনৈক পথচারী মুলাদী পল্লী বিদ্যুৎ অফিসকে জানিয়ে লাইন বন্ধ করে দুলাল সরদারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।