চাঁদপুর সদর উপজেলায় স্ত্রী বেবী আক্তারকে (৪৫) হত্যা করার পর খোরশেদ আলম পাটওয়ারী (৬০) নামে এক স্বামী ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার সকালে উপজেলার বালিয়া ইউনিয়নের গুলিশা গ্রামের নিজ বাড়িতে স্ত্রীকে হত্যার পর শহরের কোর্টস্টেশন সংলগ্ন পালপাড়া এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিযে ওই স্বামী আত্মহত্যা করেন বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, খোরশেদ একসময় প্রবাসে ছিলেন। পরে দেশে ফিরে সিএনজি চালিত অটোরিকশা চালাতে শুরু করেন। কিছুদিন পর তিনি স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে সংসারে অভাব-অনটন এবং পারিবারিক কলহ শুরু হয়। এরই জেরে শনিবার রাতের কোনো এক সময়ে নিজেদের বসতঘরে স্ত্রী বেবী আক্তারকে নৃশংসভাবে হত্যা করে রোববার সকাল ৬টার দিকে স্থানীয় একটি দোকানে গিয়ে চা পান করেন স্বামী খোরশেদ। পরে চাঁদপুর শহরে গিয়ে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেন তিনি।