রাজশাহীর বাঘায় ১০০ পিচ ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার (১৪ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হরিরামপুর গ্রামের জামে মসজিদের পূর্ব দিকে মচমচিয়া নাম স্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় এ ফেন্সিডিল উদ্ধার করে বাঘা থানার এসআই সৈয়বুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
জানা যায়, বাঘা সীমান্ত এলাকা থেকে রোববার ভোর রাত সাড়ে ৩টার দিকে কে বা কারা দুটি বস্তার মধ্যে করে ১০০ পিচ ফেন্সিডিল নিয়ে উপজেলার দিকে আসছিল। এ সময় গোপন সংবাদের ভিক্তিতে বাঘা থানার এসআই সৈয়বুল ইসলামসহ সঙ্গীয় ফোস তারা হরিরামপুর গ্রামের জামে মসজিদের পূর্ব দিকে মচমচিয়া নাম স্থানে পৌছলে পুলিশের উপস্থিত টের পেয়ে ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। পরে বাঘা থানার এসআই সৈয়বুল ইসলাম ফেন্সিডিল উদ্ধার করে। এ বিষয়ে নিশ্চিত করেন বাঘা থানার এসআই সৈয়বুল ইসলাম।