রাজশাহীর বাঘায় দুস্থদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। ৯৪টি পরিবারকে সাবলম্বী করার লক্ষে উপজেলার বিভিন্ন অঞ্চলের অতিদরিদ্রদের মাঝে তিন শ্রেনীর উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার (১৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা এ উপকরণ বিতরণ করেন।
জানা যায়, চলতি অর্থ বছরে এডিপির অর্থায়নে উপজেলা পরিষদের মাধ্যমে ৩৬ জন নারীকে একটি করে সেলাই মেশিন, ১৫ জন পুরুষকে একটি করে স্প্রে মেশিন, ৪৩টি হত দরিদ্র পরিবারের মাঝে একটি করে সিলিং ফ্যান বিতরণ করা হবে। এ প্রকল্পের জন্য সরকারের ব্যায় হবে ৩ লাখ ২৫ হাজার টাকা।
উপকরণ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশরী রতন ফোজদার, চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল আযম, বাউসা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।