ময়মনসিংহের ত্রিশালের হরিরামপুরে আগুনে পুড়ে গেছে খায়রুল স্টোর নামে একটি কনফেকশনারী দোকান। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৭লাখ টাকার। সেই সাথে স্বপ্নের পরিসমাপ্তি ঘটেছে এক যুবকের। ঘটনাটি ঘটে শনিবার মধ্যরাতে রায়েরগ্রাম চৌরাস্তা বাজারে।
ফায়ার সার্ভিস জানায়, উপজেলার হরিরামপুরের চৌরাস্তা বাজারে একটি কনফেকশনারী দোকানে শনিবার মধ্যরাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ত্রিশাল স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষনে মালামালসহ পুড়ে যায় সম্পূর্ণ দোকানটি।
দোকানের মালিক খায়রুল জানায়, শনিবার রাত ১১ টার সময় দোকান বন্ধ করে বাসায় গিয়ে খেতে বসি এমন সময়ই দোকানে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই পুড়ে যায় আমার দোকানটি। খায়রুল আরো জানায় আমাদের পরিবারের একমাত্র আয়ের উৎস দোকানটি। শেষ সম্ভল দোকানটি হারিয়ে সাত ভাইবোনকে নিয়ে দিশেহারা হয়ে পেড়েছি আমি।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুনিম সারওয়ার জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকান্ডের ক্ষয়ক।সতির পরিমান প্রায় ৭লক্ষ টাকা।