উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও ভারী বর্ষনে যমুনা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে সাঘাটা উপজেলার বন্যা পরিস্থিতি ভয়াবহরূপ নিচ্ছে। উপজেলার ৪ ইউনিয়নের ৩০ টি গ্রামের প্রায় দুই হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
সরে জমিনে গিয়ে খোজনিয়ে জানা যায়, উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্বাংশে ৩০টি গ্রাম প্লাবিত হওয়ায় মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
হলদিয়া ইউনিয়নের গোবিন্দপুর,বেড়া, গাড়ামারা,দীঘলকান্দি,পাতিলবাড়ি,গুয়াবাড়ি, কালুরপাড়া, কানাই পাড়া, কুমারপাড়া, জুমারবাড়ি ইউনিয়নের কাঠুর,থৈকরের পাড়া, র্প্বূ আমদির পাড়া, ঘুড়িদহ ইউনিয়নের চিনিরপটল,খামার পবনতাইড়, সাঘাটা ইউনিয়নের হাটবাড়ি,গোবিন্দী,বাঁশহাটা, দক্ষিণ সাথালিয়া,হাসিলকান্দি, ভরতখালি ইউনিয়নের বরমতাইড় ও ভাঙ্গামোড়সহ ৪ টি গ্রাম প্লাবিত হয়েছে। ওইসব গ্রামের মানুষ গবাদিপশু পাখি নিয়ে পানিবন্দী হয়ে পড়েছে। হলদিয়া ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী জানান, তার ইউনিয়নের সব কয়টি গ্রাম প্লাবিত হয়েছে। লোকজন পানিবন্দী হয়ে বিপাকে পড়েছে। বিশেষ করে দিন মজুররা বেশী সমস্যা রয়েছে, তাদের কাজকর্ম না থাকায় পরিবারে খাদ্যের সংকট দেখা দিয়েছে। এ পর্যন্ত সরকারী কোন ত্রাণসামগ্রী পৌছেনি। সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু জানান, এখনও কোন ইউনিয়ন থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা পাওয়া যায়নি। এজন্য ত্রাণসামগ্রী দেয়া হয়নি। তবে তালিকা প্রনয়নের প্রক্রিয়া চলছে। তালিকা পাওয়া গেলে ক্ষতিগ্রস্তদেরকে ত্রাণ সামগ্রী দেয়া হবে।