নওগাঁর ধামইরহাটে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে রাতের আঁধারে বাগানের ৬৩টি আকাশমুনি গাছ কাঁটার অভিযোগ পাওয়া গেছে। জমির মালিক বাদী হয়ে ধামইরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার মহব্বতপুর (হরিতকীডাঙ্গা) গ্রামের পিতা মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. জবেদুল আলম পৈত্রিক সুত্রে প্রাপ্ত হয়ে প্রায় ৮০ বছর থেকে ওই জমি শান্তিপূর্ন ভাবে ভোগ করে আসতেছে। তফসিলি সম্পত্তিতে জবেদুল আলম ৪ বছর পূর্বে আকাশমুনিসহ বিভিন্ন বনজ প্রকৃতির গাছ রোপণ করলে চলতি মাসের ১২ জুলাই রাতের আঁধারে গাছগুলো কর্তন করে বলে অভিযোগ জানা যায়। এ বিষয়ে বাগান মালিক জবেদুল ইসলাম জানান, জানান, আমি পৈত্রিক ওই সম্পত্তি দীর্ঘ ৬ যুগের অধিককাল সময়ধরে ভোগ দখলে আছি, বিবাদী অন্যায়ভাবে আমার গাছ কেটে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি করেছে।
এ বিষয়ে অভিযুক্ত চকযদু গ্রামের মো. হারুনুর রশিদের স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৪০) গাছ কাটার কথা স্বীকার করে বলেন, ক্রয়সূত্রে প্রাপ্ত আমার ওই জমিতে জবেদুল ইসলাম জোর করে গাছ লাগিয়েছেন জন্য আমি কেটে দিয়েছি, এখন বিচারের মাধ্যমে সমাধান হবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, জমিটি অনেক দিন ধরেই জবেদুল ইসলাম ভোগদখলে আছেন, জমির মালিকারা থাকলে আইন-আদালত আছে, কিন্তু রাতের আঁধারে গাছ কাঁটা ভাল কাজ নয়।
ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, বলেন ঘটনার বিষয়ে অি ভযোগ পেয়েছি, জি.ডি’র মাধ্যমে আদালতে প্রসিকিউশন দেওয়া হবে।