রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন দাবীতে ঝিনাইদহ কালীগঞ্জ পৌর এলাকায় পানি সরবরাহ বন্ধ করে দিয়েছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। দুইদিন ধরে কালীগঞ্জ পৌর এলাকায় মাইকিং করে এ ঘোষনা দেন কর্মচারীরা।
রবিবার সকাল থেকে শহরের অফিস,ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ীতে পানি সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়তে হচ্ছে পৌরবাসীর।
কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, কর্মকর্তা কর্মচারীরা অফিস বন্ধ করে রাজধানী শহরে সারাদেশের পৌর ফেডারেশন ডাকে দাবী সমূহ বাস্তবায়নে অনির্দিষ্ট কালের অবস্থান কর্মসূচি শুরু করেছে। ফলে কালীগঞ্জ পৌরসভার সকল প্রকার কার্যক্রম বন্ধ হয়ে রয়েছে। অচল হয়ে পড়েছে পৌরসভা। ৩নং ওয়ার্ডের বাসিন্দা জালাল উদ্দীন বলেন, বাড়ীতে পানি না থাকায় দূরদূরান্ত থেকে পানি এনে চাহিদা পূরণ করতে হিমশিম খেতে হচ্ছে। পৌরসভায় গিয়ে অভিযোগ দিয়ে কোন লাভ হচ্ছে না।এ ব্যাপারে পৌর কর্মচারী আবেদ আলী বলেন, তাদের দাবী না মানলে পৌরসভার সকল প্রকার নাগরিক সেবা প্রদান বন্ধ করে দেওয়া হবে।