কালীগঞ্জ পৌর কর্তৃপক্ষের নেই কোন নিয়ন্ত্রন। নেই নিত্য পন্য তালিকার কোন রেট বোর্ড। সে কারণে গেল মাহে রমজানের পর থেকে গত দেড় মাসের প্রায় ৫০ হাজার জনসংখ্যা অধ্যাষিত ঝিনাইদহ কালীগঞ্জ বানিজ্যিক শহর পৌর এলাকায় ২ টি কাচাঁ বাজারে সকল প্রকার তারতরকারি সবজি সহ পেয়াজ রসুন ও কাঁচা ঝারের দাম দফায় দফায় বেড়েই চোলেছে।
রোববার পৌরসভার অধীনে পুরতান নীমতলা বাজার ও ব্রেকফিল্ড নতুন বাজারে খোঁজ খবর নিয়ে এবং দোকান ব্যবসায়িদের সাথে বাজারের মুল্য জানা যায়। তারা বলেন,গত এক সপ্তায় সব চেয়ে বেশি দাম বেড়েছে রসুন,কাচা ঝালের। এর সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে পিয়াজ নিত্যপন্য সকল প্রকার সবজির মূল্য। দিনে দিনে বিপাকে পড়েছে দিন শ্রেনীর খেটে খাওয়া গরীব মানুষ গুলো। অথচ নিয়ম থাকলে ও এই সমসাথ বাজার তদাররি দায়িত্বরত পৌরসভার কোন ভ’মিকাই নেই।ভুক্তভোগি ক্রেতাদের অভিযোগ কালীগঞ্জস্থ মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজ রোডের পাইকারি কাচাঁ বাজারে রর সহ নানা প্রকার সবজির মূল্য খুচরা দোকানীরা কমে কিনলে ও এরা সিন্ডিকেট গড়ে তুলে নিজ নিজ দোকানে বসে ক্রেতাদের কাছ থেকে দাম হাকিয়ে নিচ্ছে দ্বিগুনের ও বেশি। এ নিয়ে খুচরা দোকানি ও ক্রেতাদের সাথে মাঝে মধ্যে বাকবিতান্ডা হচ্ছে।
গত এক সপ্তাহ আগে প্রতি কেজি কাচাঁ ঝাল পাইকারি বাজারে বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকা দরে। বর্তমানে এ কাঁচা ঝাল খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি। আবার রসুনের দাম প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮০ টাকা প্রতি কেজি দরে। রসুনের দাম গত ৭ দিনে বেড়েছে ৬০ টাকা কেজিতে। সে তুলনায় পেয়াজের দাম বেড়েছে কেজিতে ২৫ টাকা। বর্তমানে প্রতি কেজি পিয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। গত ৭ দিনে পেয়াজের দাম বেড়েছে প্রতি কেজিতে ২০ টাকা। আদা প্রতি কেজি ২৮০ টাকা। বেগুন ৫০ টাকা। মুখি কচু ৬০ টাকা প্রতি কেজি। এভাবে দাম বেড়ে থাকার কারণে বেশি বিপাকে পড়েছে নি¤œ আয়ের মানুষ সহ দিন মজুর শ্রেনীর মানুষ।
হঠাত করে প্রতিটি পন্য অগ্নিমূল্যের কারণ জানতে কলেজরোডের পাইকারি ব্যসায়িরা জানায়, পিয়াজ, রসুন,কাচাঝাল, এবং আদার সরবরাহ কম হওয়ার কারণে দামসামান্য বেড়েছে। তবে বাজারের খুচরা ব্যবসায়িরা সিন্ডিকেট করে অতি মুনাফার লোভে ক্রেতাদের নিকট থেকে বেশি টাকা হাতিয়ে নিচ্ছে। কাচাবাজার ব্যবসায়ি সমিতির অভিমতসরকারি ভাবে বাজার নিয়ন্ত্রন দেখার দায়িত্বে যারা রয়েছে সেই প্যের সভা কর্তৃপক্ষ এবং উপজেলা প্রশাসন চোখ বন্ধ করে ঘুমাচ্ছে।
এদিকে মুরগি,গরু,খাশিসহ মাছ ও মাংশের দাম স্বাভাবিক থাকলে ও মৌসুমি ফল আম ও কাঠলের দাম হঠাত করে বেড়ে গেছে। আর ধাপে ধাপে বাড়ছে দিশি মুরুগর দাম। বত’মানে প্রতি কেজি দেশিমুরগি ৪,শ টাকা দরে বিক্রি হচ্ছে। কালীগঞ্জ বাসির দাবি বাজার নিয়ন্ত্রনের দায়িত্বে যারা রয়েছে তারা নজর দারি বাড়ালে ক্রেতারা উপকৃত হতে পারে।