একমাত্র মেয়ে সোনিয়ার জন্মের কিছুদিন পরেই স্বামী আবদুল খালেক আমাদের ছেড়ে অন্যত্র চলে গেছে। এরপর বাবার ভিটের একপাশে মাটির একটি ঝুপড়ি ঘরে ছিল আমাদের মা মেয়ের বসবাস। ছনের ছাউনির ঘর তাই কখনও রোদ আবার কখনও বৃষ্টির যন্ত্রণা ছিল আমাদের নিত্যসঙ্গী। বর্তমানে দুটি প্রানীর খাবারের অভাব থাকলেও ঘরের কষ্ট চিরতরে দূর হয়েছে। কেননা প্রধানমন্ত্রীর জমি আছে ঘর নেই প্রকল্পের আওতায় সুন্দর ইটের পাকা ঘর পেয়েছি। আমার মতো মানুষ দালান ঘরে শোবার কথা কখনও কল্পনাও করিনি। কথাগুলো বললেন ঝিনাইদহ কালীগঞ্জের পিরোজপুর গ্রামের হতদরিদ্র অসহায় নারী জায়েদা বেগম। শুধু জায়েদা বেগম একা নয়, এ উপজেলায় তার মতো ৮৭ জন অসহায় নারী পুরুষ এ প্রকল্পের আওতায় সরকারি ভাবে পাকা ঘর পেয়েছেন। কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আলহেল মাসুম জানান, কালীগঞ্জ উপজেলার ৮৭টি গৃহহীন পরিবারকে একটি করে পাকা ঘর ও একটি করে পাকা টয়লেট তৈরি করে দেয়া হয়েছে। তিনি জানান, উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নে ১৭টি, বারবাজার ইউনিয়নে ২৩টি, সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নে ৯টি, কোলা ইউনিয়নে ২টি, নিয়ামতপুর ইউনিয়নে ১৯টি, সিমলা রোকনপুর ইউনিয়নে ৬টি, কাষ্টভাঙ্গা ইউনিয়নে ৪টি ও রাখারগাছি ইউনিয়নে ৭টি গৃহহীন পরিবারকে ইটের পাকা ঘর করে দেয়া হয়েছে। তিনি বলেন, যে সকল পরিবারের ভিটেবাড়ি সর্বনিম্ন ৩ থেকে ১০ শতাংশ জমি আছে কিন্তু মাটি কিংবা বেড়ার ঘর তাদের এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।
ঘর পাওয়া উপজেলার পিরোজপুর গ্রামের মহসিন আলী জানান, আমি পেশায় একজন ভ্যান চালক। পরের ভ্যান ভাড়া নিয়ে সারাদিন পরিশ্রম করে ৫ সদস্যের সংসার চালায়। বসতভিটের মাত্র আড়াই শতক জমিই আমার সম্বল। অভাবের সংসারে মাটির তৈরি একটি ঝুপড়ি ঘরে বসবাস করতাম। আমার মত অভাবী মানুষ বিনা খরচে পাকা ঘরের মালিক হব এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কারণেই। আমি সকলের কাছে ঋণী।
একই গ্রামের আবদুল গফুর জানান, আমি অসুস্থ একজন মানুষ। মাঠে আমার কোন জায়গা জমি নেই। পরের ক্ষেতে কামলার কাজ করে সংসার চলে। বসতভিটের মাত্র ৫ শতক জমিতে মাটির দেয়ালের ফাঁটা ফুটা টিনের ছাউনির ঘরে বসবাস করতাম। এমন অবস্থার মধ্যে সরকারি ভাবে আমার পাকা ঘর নির্মাণ করে দিয়েছে। আমি সকলের জন্য দোয়া করি। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা জানান, উপজেলায় ৮৭টি গৃহহীন পরিবারকে পাকা দালান ঘর তৈরি করে দেয়া হয়েছে। ঘর গুলোর মেঝে পাকা-উপরে টিন এবং এর সঙ্গে করা হয়েছে একটি পাকা টয়লেট। এগুলো করতে প্রতিটি পরিবারের জন্য ১ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে।