ঘোড়াঘাটে শশুড় কর্তৃক পুত্র বধুকে ধর্ষনের পর বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মাজারপাড়ার হবিবরের পুত্র রুবেল এর সাথে ২বছর আগে গোবিন্দগঞ্জ উপজেলার হামিদপুর (জাবেদ পাড়ার)রফিকুল ইসলামের কন্যা রফিকা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার স্বামী রুবেল ঢাকায় পোষাক কারখায় চাকরি করেন। এদিকে রফিকা বেগম একটি সন্তান নিয়ে মাজার পাড়ায় শশুর হবির বাড়ীতে থাকেন। গত ১২ জুলাই দিবাগত রাতে শাশুড়ী অসুস্থ হওয়ায় শাশুড়ীর সাথে একই ঘরে থাকেন। একপর্যায়ে গভীর রাতে লম্পট শশুড় হবিবরের পুত্রবধুর যৌন লিপসায় আশক্ত হয়ে জোরপূর্বক ধর্ষন করে। এবং ধর্ষনের ঘটনা যাহাতে কেহ না জানে সে জন্য ধর্ষিতা পুত্র বধুকে বালিশ চাপা দিয়ে হত্যা করে কৌশলে রফিকার গলায় রশি বেঁধে ঝুলিয়ে রাখেন।এবং ভোরে টের পেয়ে প্রতিবেশিদের ডাক-চিৎকার করে বলে রফিকা আতœহত্যা করেছে। এবং ঘোড়াঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরন করেছে।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি জানান, লাশের সুরুতহাল রিপোর্ট করেছি এবং একটি ইউডি মামলা হয়েছে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লম্পট শশুড় পলাতক রয়েছে।