কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে প্রায় ৬০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। গত ১২ ঘন্টায় ব্রহ্মপুত্র নদে চিলমারী পয়েন্টে ৯ সে.মি. পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৭৬ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে উপজেলার নয়াবাড়ি, মাঝস্থল, উত্তর খড়খরিয়া, বাসন্তির গ্রাম, মাঝিপাড়া, মাইলডাঙ্গার ঘোড়ার কুঠি, নটারকান্দি এলাকা প্লাবিত হয়ে প্রায় ৬০ হাজার মানুষ পানি বন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। রাজারভিটা ফাযিল ডিগ্রী মাদ্রাসায় আশ্রিত নজির হোসেন (৭০) জানান, গত ৩ দিন আগে বাড়িঘরে পানি উঠায় পরিবার পরিজন নিয়ে মাদ্রাসায় আশ্রয় নিয়েছি। মাদ্রাসার মাঠ প্লাবিত হওয়ায় বিশুদ্ধ পানির অভাব দেখা দেয়াসহ গরু ছাগলের খাদ্যাভাব দেখা দিয়েছে। এ পর্যন্ত সরকারি ও বেসরকারিভাবে কোন সাহায্য সহযোগিতা পাইনি। রাজারভিটা পাউবো বাঁধে আশ্রিত নুরুল হক (৭৫) তিনিও একই ধরনের কথা জানান। অপর দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানি উঠায় এবং বন্যার্তরা আশ্রয় নেয়ায় প্রায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্যার পানিতে তলিয়ে যাওয়ার আশংকায় উপজেলা সদরের লোকজন উৎকন্ঠায় দিনাতিপাত করছে।