মাদক, দুর্নীতি ও বাল্যবিয়ের বিরুদ্ধে কোমলমতি ফুটবল খেলোয়ারদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। জেলার গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলার উদ্বোধণী অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করানো হয়।
সরকারী গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা শুরু আগে শপথ বাক্য পাঠ করিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন। পরে টুর্নামেন্টের উদ্বোধণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন, নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফয়সাল জামিলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রথম রাউন্ডের খেলায় ইউনিয়ন ও পৌরসভার আটটি দল অংশগ্রহণ করেন।