কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর হাউড়ে মৃত আমিন মিয়ার ছেলে কৃষক আবদুল হাসিম (৬০) হাউড়ে গরু নিয়ে গেলে বজ্রপাতে গরু সহ তার মৃত্যু হয়েছে। নিকলী থানার ইনচার্জ নাছির উদ্দিন ভূইয়া জানান, এই ব্যাপারে নিকলী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।