কিশোরগঞ্জের কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের পাঠানহাটি গ্রামে শনিবার দিবাগত গভির রাতে কয়েকজন গরু চোর আমির হোসেন ও জামাল উদ্দিনের গোয়াল ঘর থেকে ষাড় গরু ও গাই গরু নিয়ে গেছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। এই ৬টি গরুর আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা হবে বলে পারিবারিক সূত্রে জানাগেছে। জানাযায়, আমির হোসেনের ৩টি গরু ও জামাল উদ্দিনের ৩টি গরু নিয়ে গেছে চোরের দল ট্রলার দিয়ে। অন্যদিকে হিলচিয়া বাজার থেকে আপেল মাহমুদের টেলিকম থেকে এলাকার কুক্ষাত চোর মৃত নায়েব আলীর ছেলে হিলচিয়া কান্দার হাবিবুর রহমান (৪৫) ১০০টি মোবাইল, ১৫০টি স্মার্ট ফোন গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে আলী আকবর মার্কেটের দোকান থেকে তালা ভেঙ্গে নিয়ে যায়। পরে বাজারের পাহারাদারগণ হাবিবুর রহমান (৪৫) কে ধরে পুলিশের নিকট সুপর্দ করেন। আপেল মাহমুদ জানান, তার নগদ টাকা সহ প্রায় ৩-৪ লক্ষ টাকার জিনিস পত্র নিয়ে গেছে হাবিবুর রহমান। এই ব্যাপারে গত শনিবার বাজিতপুর থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন।