সাপাহার নওগাঁর সাপাহার উপজেলার তিলনা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বিভিন্ন প্রতিষ্ঠানে ৬০ পিচ ফুটবল ও ৭ জন ভিক্ষুকের মাঝে ২৮ টি ভেড়া বিতরন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও তিলনা ইউনিয়ন পরিষদের আয়োজনে রবিবার দুপুরে ভিক্ষুক পূনর্বাসন ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান হোসেন।
তিলনা ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কল্যাণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুর রশিদ, নার্গিস সরকার প্রমুখ। এ সময় সেখানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সূধীজন, সকল ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।