বাগেরহাটের মোরেলগঞ্জে ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৪ জুলাই) সকালে উপজেলার ফেরিঘাট এলাকা থেকে মোরেলগঞ্জ থানা পুলিশ এদেরকে আটক করে। এ সময় তাদের ব্যবহৃত ঢাকা মেট্রো-গ- ৩১-৮৫০৬ নাম্বারের একটি প্রাইভেট কারও জব্দ করে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার জামিরতলা গ্রামের আশরাফ আলী হাওলাদারের ছেলে আরিফুজ্জামান শোনা (৩৬), বরিশাল জেলা বানরিপাড়া উপজেলার দাওপাড়া গ্রামের আনোয়ার তালুকদারের ছেলে রফিকুল ইসলাম ইকরাম (৫০), পিরোজপুর জেলার হরিনা গাজিপুর গ্রামের আ.ওহাব চৌকিদারের ছেলে আলাউদ্দিন চৌকিদার(৩০) ও ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার পূর্ব দলিল্লা মোকসেদ আলীর ছেলে মামুন শেখ(২৩)।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, ঢাকা থেকে ইয়াবার একটি চালান নিয়ে কয়েকজন যুবক মোরেলগঞ্জে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের গাড়িতে তল্যাসি করে অভিযান চালিয়ে ১২৫ পিস ইয়াবা পাওয়া যায়। গাড়িতে থাকা ৪ জনকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।