বাগেরহাটের চিতলমারী উপজেলায় রবিবার প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছে। হামলাকারীরা ঘটনার সময় একটি বসতবাড়ি ভাংচুর ও লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভর্তিকৃতরা হলেন আহত গর্ভবতী নারী পারভিন বেগম (৩৫), মনিরা বেগম (৪০) ও রমজান ফকিরকে (২৪)। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে চিতলমারী থানার নবাগত পরিদর্শক মীর শরিফুল হক জানান।
কলাতলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম জানান, মচন্দপুর গ্রামের মনির ফকিরের সাথে প্রতিবেশি খোকন ফকিরের জায়গা সৃষ্ট বিরোধ ইতোপূর্বে মীমাংসা করা হয়েছে। কিন্তু সেই মীমাংসা না মেনে খোকন ফকিরের লোকেরা মনির ফকিরের ছেলে পিকআপ চালক দীন ইসলামের বসতঘর ভাংচুর করেছে। বাড়ির নারীদের রক্তাক্ত আহত করেছে। উপজেলা সীমান্তের বাইরে হতে লোকজন এনে এই হামলা চালায়।
দীন ইসলাম জানান, তাদের জায়গা দখল করতে শনিবার বিকাল পাঁচটা থেকে শুরু করে রবিবার সকাল পর্যন্ত খোকন ফকিরের নেতৃত্বে তিনবার হামলা ও লুটতরাজ করা হয়েছে। ২০ শতক জায়গা নিয়ে বিরোধের জের ধরে এই হামলা হয়েছে।
চিতলমারী থানার নবাগত পরিদর্শক মীর শরিফুল হক বলেন, ‘অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।’