ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে দেশের অধিকাংশ নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা।
নেত্রকোণা, সুনামগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, লালমনিরহাট, কুড়িগ্রাম, জামালপুর ও গাইবান্ধার কয়েক লাখ পরিবার এরইমধ্যে পানিবন্দি হয়ে পড়েছে।নদ-নদীর পানি বাড়তে থাকায় আগামি চব্বিশ ঘণ্টায় এসব জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।কেন্দ্রের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৯টা পর্যন্ত ১৫টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছিল। আগামি ৭২ ঘণ্টায় দেশের সব প্রধান নদ-নদীর পানি আরও বাড়তে পারে।বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, শনিবার সুরমা ও কুশিয়ারার তিনটি, মনু, সাঙ্গু, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি দুটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যায়।এছাড়া ধলাই, খোয়াই, সোমেশ্বরী, কংস, হালদা, মাতামুহুরী, ধরলা, তিস্তা, ঘাগট নদীর পানিও একটি করে পয়েন্টে বিপৎসীমার ওপরে অবস্থান করছে।এসব নদীর মধ্যে আগামি ২৪ ঘণ্টায় নতুন করে যমুনা নদী সারিয়াকান্দি ও কাজিপুরে বিপদসীমা অতিক্রম করতে পারে।
একই সময়ে সুরমা, কুশিয়ারা, কংস, সোমেশ্বরী, ফেনী, হালদা, মাতামুহুরী, সাঙ্গু ধরলাসহ প্রধান নদীগুলোর সমতলে পানি বাড়তে পারে।বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল এবং সংলগ্ন ভারতের সিকিম, পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল, আসাম ও মেঘালয় প্রদেশের অনেক এলাকায় আগামি ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতের বিহার ও নেপালের জন্যও একই পূর্বাভাস রয়েছে।
ভারী বৃষ্টিতে আসামের ৩৩টি জেলার মধ্যে ইতোমধ্যে ২৫টি বন্যা কবলিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫ লাখেরও বেশি মানুষ।
এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাংলাদেশের সাঙ্গু, হালদা ও কর্ণফুলী নদীতে পানি বেড়ে চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলার বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার ১৬টি উপজেলার মধ্যে শুধু মিরসরাই ও সন্দ্বীপ উপজেলা কম ক্ষতিগ্রস্ত হয়েছে।