যশোরের পুলিশ সুপারের কাছে ন্যায়ে বিচারের জন্য আবেদন করায় বাঘারপাড়ার বাসুয়াড়ীর শীর্ষ সন্ত্রাসী জাহিদ মেম্বরের একান্ত আস্ত ভার্জন মালেক গোলদারের ছেলে নোয়িম গোলদারও তার সহযোগীদের হামলায় অভিযোগকারী সফিকুল ইসলাম খোকন গুরুত্বর জখম হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের সময়ে বাঘারপাড়া বাসুয়াড়ী গ্রামের পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে। মসজিদ থেকে ৫০ গজ দুরে এ ঘটনাটি ঘটলেও মসজিদে আসা মুসল্লিরা নির্বাকারে দাঁড়িয়ে ছিল। সন্ত্রাসীদের বেপরোয়াতা দেখে তাকে কেউ উদ্ধারের এগিয়ে আসেনি। পরে সেখানে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণরত সৈনিকরা মসজিদের নামাজ পড়া রেখে তাকে উদ্ধার করে। পরে স্থানীরা তাকে হাসপাতালে পাঠানোর চেষ্টা করে। জাহিদ মেম্বারের অন্যান্য সহযোগীরা গুরুত্বর জখম খোকনকে বসুন্দিয়া আলাদীপুর বাজারে (মায়ার বাড়ির সামনে) ভুয়া ডাক্তার ইয়াদের (কথিত ডাক্তার ইয়াদকে ভ্রাম্যমান আদালত কয়েক বার জরিমানা করেছিল) ঘরে আটকে রাখে। খবর পেয়ে বাঘারপাড়া থানার ৬ পুলিশ সেখান থেকে সফিকুল ইসলাম খোকনকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গুরুত্বর জখম সফিকুল ইসলাম খোকন বাসুয়াড়ী গ্রামের মৃত্যু ইয়ার আলীর ছেলে। ঘটনা জানার পর পর যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নাসিরউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দ্রুত্য আসামীদের ধরতে বাঘারপাড়া থানার পুলিশকে নির্দেশ দিয়েছিন। তবে বাঘারপাড়া থানার পুলিশ এখনো কোন আসামীদের ধরতে পারেনি। বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকজন নেতা আসামীদের পক্ষে নিয়ে দৌড়-ঝাপ শুরু করেছে।
বাঘারপাড়া থানার অফিস ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, সফিকুল ইসলাম খোকনের ছেলেকে হত্যার চেষ্টার একটি তদান্ত বিষয়ে এএসআই আজিজকে দেওয়া হয়েছিল। কিন্তু ভিকটিম খোকন এএসআই আজিজের অর্থনৈতিক লেনদেন,তাদন্তে অনাস্থা জ্ঞাপনসহ এএসআই আজিজ ও সন্ত্রাসী জাহিদ মেম্বর কর্তৃক বাদীকে হুমকী ধামকির বিষয়টি শনিবারে পুলিশ সুপারকে লিখিত ভাবে জানান। অভিযোগ জানানোর ৫ দিন পর ভিকটিমের উপর এ হামলার ঘটনা ঘোটলো। তবে এ হামলার ঘটনায় এএসআই আজিজ সন্ত্রাসীদের কোনভাবে উৎসাহিত করেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
সাবেক মেম্বর আবুবক্কার জানান, সফিকুল ইসলাম যশোর বাঘারপাড়া উপজেলার ৮ নং বাসুয়াড়ী ইউনিয়নের কিসমত বাসুয়াড়ী গ্রামের মৃত্য ইয়ার আলির ছেলে। পৈত্রিক সুত্রে পাওয়াও ক্রয়কৃত মোট ২২শতক জমির উপর দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছি। পাঁচ ভাই-বোনের মধ্যেই সেই একমাত্র বাড়িটিতে থাকেন। স্থানীয় সন্ত্রাসী জাহিদ সদ্দার (মেম্বর), নোয়িম,রাম দাসের সহযোগীতায় তারই ফুফাতো ভাই সাহাজানও তার স্ত্রী বোম্বে আতার সেই জমির ৮ শতক জোর-জবর দস্তি করে দখল করে নেয়। এরপর বাকি ১৪ শতাংশ জমির থেকে গত ১৪ই ফেব্রুয়ারী আরো ৩ শতাংশ জমিও মেম্বর জাহিদ সদ্দার,নোয়িম,রাম দাসের সহযোগীতায় জমি দখল করে ঘর তৈরির চেষ্টা করেন। বাধা দিলে তাকেও তার পরিবারের লোকজনকে মেরে ফেলার হুমকি দেয়। এমনকি ওই পুরো জমি থেকে খোকনকে উচ্ছেদ করে ছাড়বেন বলে হুমকি দেয় জাহিদ মেম্বর,নোয়িম ও বোম্বে আতরজান। একই পর্যায়ে ১৫ই ফেব্রুয়ারী ২০১৮ ইং তারিখে সফিকুল ইসলাম খোকন যশোর অতিরিক্ত জেলা ম্যাজিট্রেড আদালতে হাজির হয়ে ওই জমির উপর ১৪৪ ধারার আবেদন করিলে মহামান্য আদালত ওই জমিতে ১১৪ ধারা বলবো রাখেন। এরপর থেকেই সন্ত্রাসী জাহিদ সদ্দার (মেম্বর) ,নোয়িম মোড়ল, রাম দাসের সহযোগীতায় খোকনের পরিবারের দুই স্কুল পড়-য়া ছাত্রসহ ৫ জন সদস্যের নামে ৪ টি মিথ্যা মামলা করেন। একটি মামলা খারিজ হলেও বাকি মামলাগুলো এখনো আদালতে চলমান রয়েছে। এমনকি ১৮ এপ্রিল ২০১৮ ইং তারিখে ৮৫ বছরের এক বৃদ্ধাকে সন্ত্রাসী জাহিদ মেম্বর সাথে নিয়ে মিথ্যা মামলা দেয়। ওই মামলায় বাঘারপাড়া থানার এসআই মতিন সফিকুল ইসলাম খোকনের ৮ম শ্রেণি পড়া ছাত্র সাইফুলকে তার বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। সেই সময়ে তার বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছিল।এ বিষয়টি তখনকার সার্কেল এসপি রাব্বানী স্যারকে জানালে ছেলেটির মুক্ত করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেয়। তার পরেও এই জাহিদ মেম্বর বিভিন্ন ভাবে বাঘারপাড়া থানাকে প্রভাবিত করে সাইফুলকে চালান দেয়। পরের দিন মেধাবী শিক্ষার্থী সাইফুলের অবস্থান হয় যশোর পুলের হাটের কিশোর উন্নয়ন কেন্দ্রে। কিশোর সাইফুলকে পুলিশ আটকের পর বোম্বায় নারী আতরজানের অর্থায়নে এক জনপ্রতিনিধির বাড়িতে ভুড়িভোঁজ হয়। সেই ভুড়ি ভোঁজে বাঘারপাড়া থানার এসআই মতিন উপস্থিত হয়ে ভুড়ি ভোঁজে অংশ নেন।
এর পর সন্ত্রাসী জাহিদ সদ্দার (মেম্বর) ,নোয়িম মোড়ল, রাম দাসের পরিকল্পনায় ৩ই ফেব্রুয়ারী ২০১৯ পুড়া খালেকের ছেলে সাহাদত ,জাহিদ, খালেকের ছোট জামায় সাইদও সাহাজানের ছেলে আলমগীর সফিকুল ইসলাম খোকনের ৮ম শ্রেণি পড়-য়া সাইফুল ইসলামকে হাতুড়ী,রড দিয়ে পিটিয়ে রাস্তায় ফেলে যায়। পরে তাদেরই কয়েকজন সাইফুলকে হাসপাতালে ভর্তি করে এবং সন্ত্রাসী মেম্বর প্রচার করতে থাকে সে মটরসাইকেল দূর্ঘটনায় আহত হয়েছে। এ সন্ত্রাসীরা সাইফুলের জ্ঞান ফেরার পরে প্রকৃত ঘটনার বিষয়ে মুখ খুললে তাকে হত্যা করা হবে বলে আবারো ভয় দেখায়। সন্ত্রাসী জাহিদ মেম্বর,নোয়িম,সাহাদত,রাম ভিকটিম সাইফুলকে বলে তার আব্বা সফিকুল ইসলাম খোকনও,চাচতো ভাই রাহুলও চাচা মিঠুর নামে মার-ধরের মামলা করার চাপ দেন। এবং বলে বাবা,চাচা,চাচতো ভাইয়ের নামে মামলার পরের দিন সাইফুলকে জমি লিখে দেওয়া লোভ দেখায় এবং খুলনার রুপসায় নিয়ে নির্জন স্থানে নিয়ে চিকিৎসার খরচ বাবদ তিন’লাখ টাকা দেওয়ার লোভ দেখায় এ চক্র। কিন্তু সাইফুল একটু সুস্থ হওয়ার পর নিজ পিতা ও চাচতো ভাই,চাচার নামে মামলা দিতে অস্বীকার করায় তাকে আবারো হত্যা করে লাশ ঘুম করে দেওয়ার ভয় দেখায়। এমনকি এ সন্ত্রাসীরা সাইফুলের গতিবিধি সর্বক্ষনিক নজরে রাখে। সন্ত্রাসী জাহিদ সদ্দার (মেম্বর),নোয়িম,সাহাদত সাইফুলকে আরো একবার একটি নির্জন ঘরে আটকে রাখে এবং প্রকৃত ঘটনার বিষয়ে মুখ খুললে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। একপর্যায়ে সাইফুলের আব্বা সফিকুল ইসলাম আতœীয় স্বজনের কাছ থেকে টাকা ধার-দেনা করে সাইফুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সাইফুলকে ঢাকা মেডিকেলে নেওয়ার কয়েকদিন পর সাইফুল একটু সুস্থ হলে প্রকৃত ঘটনাটি খুলে বলে। ঢাকা থেকে বাড়ি ফিরে ভিকটিম সাইফুলের মা বিউটি বেগম বাদি হয়ে ৫জনকে আসামি করে যশোর বাঘারপাড়া আমলি আদালতে একটি মামলা করেন। ওই মামলায় এএসআই আজিজ চারজনকে আটক করে আদালতে পাঠান। কিন্তু পরে আজিজ আসামি পক্ষের থেকে মোটা অংকের অর্থ নিয়ে আসামীদের জামিন নিতে সহয়তা করেন। আসামিরা ছাড়া পেয়ে ভিকটিমও তার পরিবারের লোকজনদের বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি দিয়ে আসেছে দীর্ঘ দিন ধরে। এমনকি মামলা তদান্ত কর্মকর্তা এএসআই আজিজও ভিকটিমের পরিবারকে বিভিন্ন ভয়ভিতি দেখিয়ে অর্থনৈতিক সুবিধা নেয়। একপর্যায়ে ৭ই জুলাই ২০১৯ তারিখে প্রকৃত ঘটনার বিবারনী দিয়ে ভিকটিমের বাবা সাফিকুল ইসলাম খোকন যশোর পুলিশ সুপার বরাবর ন্যায় বিচার পাওয়ার জন্য আবেদন করেন। পুলিশ সুপারের কাছে ন্যায় বিচার পাওয়ার বিষয় ও এএসআই আজিজের অর্থনৈতিক লেন-দেনের বিষয়টি ফাঁস হওয়ার পর শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পূর্বে বাসুয়াড়ী পূর্বপাড়া জামে মসজিদর নিকটে অভিযোকারী সফিকুল ইসলাম খোকনকে জাহিদ মেম্বরের চিিহ্নত সন্ত্রাসীরা রড,হাতুড়ী দিয়ে উযুক্তপরি পিটিয়ে মূমুষ অবস্থায় ফেলে রেখে যায়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নাসিরউদ্দিন বলেন, ঘটনাটি শোনার সাথে সাথে আমি ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছিলাম। সেখান থেকে ভিকটিমকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আসামীদের ধরতে পুলিশ চিরুনী অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার এমকে আলম জানান, কয়েকজনে মিলে রাতে খোকনকে হাসপাতালে নিয়ে আসলে তাকে সাথে সাথে ভর্তি করে নেওয়া হয়। তার মাথায়ও নাখ মুখে ধারালো অস্ত্রের আঘাতে বিশটার মত শিলাই দেহ হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তবে সে এখনো শংষ্কামুক্ত নয় বলে তিনি জানান।