জাকারিয়া শৌখিন। একটি মিষ্টি প্রেমের গল্প নিয়ে নির্মাণ করেছেন আগামি ঈদের জন্য বিশেষ নাটক ‘শুনতে কী পাও’। এর গল্পে দেখা যাবে, কাব্য ও রায়ার আগে থেকেই পরিচয় ছিল। তবে তা প্রেমের সম্পর্ক নয়। একসময় কাব্যর একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে চাকরি হয়। ঘটনাক্রমে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী রায়া। কিন্তু শিক্ষকতার জায়গা থেকে কাব্য রায়াকে তার ভালোবাসার কথা বলতে পারে না। তাই একসময় বাধ্য হয়ে সে চাকরিটা ছেড়ে দিয়ে রায়াকে তার ভালোবাসার কথা জানায়। এরপর গল্প মোড় নেয় নতুন দিকে।
নাটকটিতে কাব্য চরিত্রে অপূর্ব এবং রায়া চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। আগামি ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের পর নাটকটি সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন এর নির্মাতা।