বাবাকে নয়, আমাকে গ্রেফতার করুন। হাতের লেখা ব্যানার নিয়ে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নিয়েছেন মোশফিক বাবু (৯) নামে এক তৃতীয় শ্রেনীর ছাত্র।
ওই শিশু সাংবাদিকদের জানায়, তার বাবা আসেলউদ্দিন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। মামলা ও পুলিশের ভয়ে তার বাবা বাড়ীতে না থাকায়, এখন তারা কষ্টে জীবন যাপন করছেন। তাই সে বাবার জন্য মানববন্ধনে এসেছে।
আন্দোলনরত শ্রমিকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানী বন্ধসহ অবিলম্বে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়োগের দাবীতে মানববন্ধনে এমন ব্যনার নিয়ে অংশগ্রহণ করেন ওই শিশুসহ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আন্দোলনরত শ্রমিক পরিবারের সদস্যরা।
গতকাল শনিবার বেলা ১১ টায় দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শ্রমিক আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান জানান, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়োগের দাবীতে গত ৭ জুলাই আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশ হামলা ও লাঠিচার্জ করে তাকেসহ ১৬জন শ্রমিক নেতাদের আটক করে। ওইদিন ৫৪ জনের নাম উল্লেখ করে ২০০জন শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। ওইদিন পুলিশের আটক হওয়া তিনিসহ ১৬জন শ্রমিক গত ১১জুলাই আদালত থেকে জামিনে বেরিয়ে এলেও পুলিশের ভয়ে বাড়ীতে থাকতে পারছেনা অন্যান্য শ্রমিকরা। একারনে শ্রমিক পরিবারগুলো এখন অসহায় হয়ে পড়েছেন। তিনি পুলিশি হয়রানী বন্ধ করাসহ মিথ্য মামলা প্রত্যাহারের দাবী জানান।
মানববন্ধনে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রমিক আন্দোলন পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আবু সাঈদ, শ্রমিকনেতা আরিফুল ইসলাম, মাজেদুল হক, কবি শাহাজাহান প্রমুখ।