কুড়িগ্রামের নাগেশ্বরীতে আরডিআরএস অফিসে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে ঋণ শাখা ও আবাসিকের ১০ রুম। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও কোন কিছুই উদ্ধার করা যায়নি। শুক্রবার দুপুর সোয়া ১ টায় আবাসিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। দ্রুতই তা ছড়িয়ে পড়ে পাশের রুমগুলোতে। এতে পুড়ে ছাই হয়ে যায় ঋণ শাখার ৪টি কম্পিউটার, প্রিন্টার, সকল কাগজপত্র ও আবাসিকের ফ্রিজ, টিভি, বিছানা, আসবাবপত্রসহ সবকিছু। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘঁনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরডিআরএস আঞ্চলিক ব্যাবস্থাপক বিদ্যুৎ কুমার সাহা বলেন, বন্ধের দিন থাকায় ঋণ শাখা ছিল তালাবন্ধ। অপরদিকে জুম্মার নামাজের জন্য গার্ডসহ অনেকেই মসজিদে থাকার সময় এ ভয়াবহ অগ্নিকা- ঘটে। এ কারণে কোন কিছুই রক্ষা সম্ভব হয়নি। আরডিআরএস প্রোগ্রাম ম্যানেজার এ- ফোকাল পার্সন ফর ডিআরআর তপন সাহা বলেন ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমান নিরুপনের কাজ চলছে।