কুড়িগ্রামের নাগেশ্বরীতে শুরু হল টিএমএসএস সাহেরা ওয়াসেক হাসপাতাল এ- রিসার্চ সেন্টারের কার্যক্রম। শুক্রবার এর উদ্বোধন করেন টিএমএসএস এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম। পরে মঈনুল ইসলাম লালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন টিএমএসএস এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম, ডা. মতিউর রহমান, দেশবন্ধু গ্রুপের পরামর্শক ব্যারিস্টার সারোয়ার জাহান তালুকদার, ডা. হাসিনা মমতাজ, ইউপি চেয়ারম্যান আবদুল মোত্তালেব প্রমুখ।
উদ্বোধন শেষে রোগীদের চিকিৎসা সেবা দেন বিশেয়জ্ঞ চিকিৎসক সহকারী অধ্যাপক কনসালটেন্ট কার্ডিওলজি ডা. ইউনুস, কনসালটেন্ট পেডিয়াট্রিক্স ডা. রাবেয়া, কনসালটেন্ট ইএনটি ডা. রেজাউল, কনসালটেন্ট গাইনোকোলজি ডা. শেফা. কনসালটেন্ট রেডিওলজি ডা. কামাল হাসান, কনসালটেন্ট অর্থপেডিস ডা. এম.এ মাহমুদ প্রমুখ।
৩০ শয্যার এ হাসপাতালের নির্বাহী কর্মকর্তা এ.এস.এম ইশতিয়াক হোসেন বলেন এখন থেকে এখানে রোগীরা নামমাত্র খরচে আউটডোর ও ইনডোরে উন্নত চিকিৎসা সেবা পাবেন। সপ্তাহে ২দিন মেডিসিন, সার্জারী, গাইনী, অর্থপেডিস, শিশু, হৃদরোগ, নাক কান গলা ও ডেন্টাল বিশেষজ্ঞরা চিকিৎসা দেবেন। প্রতিদিন থাকছেন একজ আবাসিক মেডিকেল কর্মকর্তা সহ ৫ জন মেডিকেল অফিসার।