ফুলবাড়ীয়া উপজেলায় সহোদর জমজ দুই ভাই বজ্রপাতে চৈইত কোচ (১৮)মৃত্যু ও মনিন্দ্র (১৮) আহতর ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৩ জুলাই শনিবার বিকালে উপজেলার ৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের হাতিলেইট গ্রামের মিলন কোচের দুইপুত্র বাড়ির পাশে বড়বিলা বিলে মাছ শিকারের সময় বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ১ জনের মৃত্যু হয় অপর জন আহত হয়।
ফুলবাড়ীয়া থানার কর্মকর্তা ইনচার্জ ফিরোজ তালুকদার(পিপি এম বার) বজ্রপাতে মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।