ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল শনিবার থেকে শুরু হলো ৩ দিনব্যাপী বৃক্ষমেলা। এ উপলক্ষে সকালে ডাকবাংলো মাঠে মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল। উপজেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা কৃষি কর্মকর্তা দ্বীপক কুমার পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য দিলরুবা আক্তার কাজল ও যশরা ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল প্রমূখ।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। বৃক্ষমেলায় বিভিন্ন ধরনের ১৪টি স্টল রয়েছে। মেলা প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে।