ময়মনসিংহে ফুলপুর ও ফুলবাড়িয়ায় শনিবার দুপুরে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ফুলপুরের বওলা ইউনিয়নের রামসোনা গ্রামের আবদুল মজিদের ছেলে সোহাগ মিয়া (২৫), পয়ারী গ্রামের ওয়াহেদ আলীর ছেলে জামাল উদ্দিন (৪০) ও ফুলবাড়িয়া উপজেলার হাতিলেইট গ্রামের মলিন বর্মনের ছেলে চৈতন বর্মণ (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের রামসোনা গ্রামের সোগাগ মিয়া শনিবার দুপুরে বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়। একই উপজেলার পয়ারী ইউনিয়নের পয়ারী গ্রামের জামাল উদ্দিন দুপুরে বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থল্ইে নিহত হয়।
অপর দিকে শনিবার দুপুরে উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের বড়বিলা বিলে মাছ ধরার সময় বজ্রপাতে চৈইত বর্মণ নামে এক জেলে নিহত হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরাত হোসেন গাজী ও ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।