পাবনার বেড়া উপজেলায় বজ্রপাতে পিতা ও দুই পুত্রসহ চারজনের মৃত্যু ঘটেছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের পাচুড়িয়া গ্রামে।
জানা গেছে, গতকাল শনিবার দুপুরে মুষুলধারে বৃষ্টি চলাকালীন সময়ে পাচুড়িয়া গ্রামের জুলে সরদারের ছেলে মোতালেব সরদার (৫৫) তার দুই ছেলে ফরিদ (২২) ও শরীফ (১৮) কে সাথে নিয়ে পাট ধোয়ার জন্য পাশের জলাশয়ে যায়। এ সময় বজ্রপাতে তাদের তিনজনেরই মর্মান্তিক মৃত্যু হয়। একই সময়ে পাচুড়িয়া গ্রামের ফকির উদ্দীনের ছেলে রহম আলী (৫৫) নামের আরও এক ব্যক্তির মৃত্যু বজ্রপাতে হয়। এ ঘটনায় গ্রামের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।