নীলফামারীর ডোমার উপজেলায় ১০টি ইউনিয়ন ও পৌর সভায় ২য় কিস্তিতে লাটারির মাধ্যমে ধান ক্রয়ে কৃষক নির্ধারন করা হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কৃষক নির্ধারণ লটারীর আয়োজন করে উপজেলা কৃষি বিভাগ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আবদুল মালেক, নারী ভাইস চেয়ারম্যান রওশন কার্ণিজ, প্যানেল মেয়র এনায়েদ হোসেন নয়নসহ ইউপি চেয়ারম্যান, সদস্য,খাদ্য বিভাগের কর্মকর্তা ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা কৃষিবীদ জাফর ইকবাল জানান, বোরো ধান ক্রয়ে ডোমার উপজেলায় লাটারীরি মাধ্যমে এক হাজার ১৪৫ জন কৃষক নির্ধারণ করা হয়েছে। প্রতিজন কৃষক ছয় শত কেজি করে ধান খাদ্য দপ্তরের নিকট বিক্রয় করতে পারবে। ২য় কিস্তিতে মোট ৬৮৭ মেট্রিক টন ধান খাদ্য দপ্তর কৃষকদের নিকট হতে ক্রয় করবে।
প্রসঙ্গত, প্রথম কিস্তিতে এক হাজার ২৯৫ জন কৃষকের নিকট হতে ৪১৩ মেট্রিক টন ধান ক্রয় করে খাদ্য দপ্তর।