অধ্যক্ষের অপসারণ দাবিতে ক্লাস বর্জন শুরু করেছেন পাবনার চাটমোহর সরকারি কলেজের শিক্ষকরা। ফলে কলেজের সকল ক্লাস বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা কলেজৈ এসে ফিরে যাচ্ছে। শিক্ষার পরিবেশ বিনষ্ট হওয়াসহ লেখাপড়া বিঘিœত হচ্ছে। অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে নানা দূর্নীতি ও অনিয়ম,শিক্ষকদের পদ সৃষ্টি ও প্রত্যায়নপত্রে মিথ্যে তথ্য প্রদান,প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ না করাসহ বিভিন্ন অভিযোগে এবং অধ্যক্ষের অপসারণ দাবিতে টানা বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে শনিবার থেকে শিক্ষকরা ক্লাম বর্জন কর্মসূচি শুরু করেছেন।
ইতোপুর্বে অধ্যক্ষের নানা অনিয়ম,দূর্নীতি,স্বজনপ্রীতি ও ভুয়া নিয়োগের প্রতিবাদে ও তার অপসারণ দাবিতে লিফলেট বিতরণ,পোস্টারিং,মানববন্ধন,অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা করেছেন কলেজের শিক্ষক-কর্মচারী।
নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে। শিক্ষক নিয়োগসহ কলেজের বিভিন্ন খাতের টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন খোদ তার সহকর্মীরা। এনিয়ে দ্বন্দ্বের কারণে কলেজ জাতীয়করণ হলেও শিক্ষকদের পদ নিয়ে দেখা দিয়েছে জটিলতা। স্থানীয় প্রশাসনও বলেছে,অধ্যক্ষের দূর্নীতির প্রমাণ মিলেছে তদন্তে। কলেজের ৫২ জন শিক্ষক অধ্যক্ষের বিরুদ্ধে কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেছেন। পাবনার তৎকালীন জেলা প্রশাসক কর্তৃক গঠিত তদন্ত কমিটিও দূর্নীতির প্রমাণ পেয়েছে। ইতোমধ্যে রাজশাহী বিভাগীয় কমিশনার একটি তদন্ত কমিটি গঠণ করেছেন। শিক্ষক আত্তীকরণের ফাইল নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়নি। বর্তমান ফাইলগুলো চাটমোহর থানায় নিরাপত্তা হেফাজতে পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার। কলেজের অধ্যক্ষ চাটমোহর থানায় জিডি করা ছাড়াও হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন। কলেজের শিক্ষক-কর্মচারীরা নিরাপত্তার জন্য চাটমোহর থানায় জিডি করেছেন। কলেজের শিক্ষক কামাল মোস্তফা,লিলি আকতার,রাবেয়া সুলতানা,মোঃ সালাহ উদ্দিন,আবুল কালাম আনসারীসহ অন্যরা জানান,অধ্যক্ষ ২২ জন শিক্ষককে ভুয়া নিয়োগ দিয়েছেন। বিভিন্ন দূর্নীতি করেছেন। অধ্যক্ষ হিসেবে তার যোগ্যতারও ঘাটতি রয়েছে। ফলে অধ্যক্ষ কলেজ জাতীয়করণে বাঁধ সেধেছেন। অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান বলেছেন,তার বিরুদ্ধে আনীত অভিযোগ সক্য নয়। ইউএনও’র কারণেই জটিলতার সৃষ্টি হয়েছে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার বলেছেন,‘প্রাথমিক তদন্তে অধ্যক্ষের দূর্নীতির প্রমাণ মিলেছে। ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে। তার অসহযোগিতার কারণেই শিক্ষকদের আত্তীকরণের ফাইল পাঠানো যায়নি।”