পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন রাজশাহীর মোহনপুরের ৬ জন নারী। এরা সবাই দবিদ্র পরিবারের। কেউ কৃষক ঘরের মেয়ে, কেউ আবার সবজি বিক্রিতার মেয়ে। কোন ঘুষ বা কারও সুপারিশ, তদবির ছাড়াই আমাদের মত দরিদ্র পরিবারের মেয়েরা মাত্র ১০৩ টাকা চাকরি পেয়েছি। তাই আমারা সবাই অনন্দিত। গত শুক্রবার সন্ধার সময় থানায় ওই সকল কনস্টেবল পদে নিয়োগ প্রাপ্তদের ফুলের ষ্টিক দিয়ে শুভেচ্ছা জানান, মোহনপুর থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ। নিয়োগপ্রাপ্ত নারী কনস্টেবলদের অভিভাবক সবজি বিক্রতা শাহাজান আলী, কৃষক আবুল কাশেম, জেকের আলী, চাঁন খান, রেজাউল করিম প্রমুখ।