চিনে’র হারবিন সিটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসে অংশ নিতে বাংলাদেশের গর্ব মি. ওয়ার্ল্ডখ্যাত বডি বিল্ডার দিনাজপুরের বিরলের ভান্ডারা ইউপি’র মতিলাল মেম্বারের ছোট ভাই রনজিৎ চন্দ্র সরকার ২৫ জুলাই বিমানযোগে চিনের উদ্দ্যেশে ঢাকা ত্যাগ করবেন। আগামি ২৭ থেকে ২৯ জুলাই চিনে’র হারবিন সিটিতে এশিয়ান গেমসে মি. এশিয়া বডি বিল্ডিং প্রতিযোগিতায় ৬৫ কেজি ইভেন্টে বাংলাদেশ এর খেলোয়াড় হিসাবে তিনি অংশগ্রহণ করবেন।
সংক্ষিপ্ত পরিচিতিঃ দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডারা ইউপি’র ৯নং ওয়ার্ডের ভান্ডারা গ্রামের স্বর্গীয় সুশেন চন্দ্র সরকার ও কাইচালী বালার পুত্র মি. ওয়ার্ল্ড খ্যাত বডিবিল্ডার রনজিৎ চন্দ্র সরকার। তাঁর বড়ভাই ভান্ডারা ইউপি’র ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মতিতাল চন্দ্র সরকার। তিনি ৯ এপ্রিল ১৯৮৬ তারিখে জন্ম গ্রহণ করেন। দিনাজপুর কারিগরি স্কুল এ- কলেজ হতে ২০০৫ সালে এস এস সি পাশ করেন। দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ২০০৯ সালে ডিপ্লোমা পাশ করেন। পড়ালেখা কালীন বডিবিল্ডিংয়ে আগ্রহী থাকায় তিনি প্রস্তুতি নিতে থাকেন এবং ২০০৫ সালে বডি বিল্ডিং প্রতিযোগিতায় মি. দিনাজপুর খেতাব অর্জন করেন। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় সফলতার সাথে এগিয়ে যেতে যেতে তিনি মি. বাংলাদেশ প্রতিযোগিতায় ২০১৪ সালে গোল্ড, ২০১৫ সালে রৌপ্য ও ২০১৬ সালে ব্রোঞ্চ পদক অর্জন করেন। গত ৪ আগস্ট ২০১৮ তারিখে সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব আঞ্চলিক বডি বিল্ডিং চ্যাম্পিয়শিপ প্রতিযোগিতায় স্বর্ণ পদক অর্জনসহ মি. ওয়ার্ল্ড খেতাবে ভূষিত হোন। তিনি বাংলাদেশ এ্যামেচার শরীরগঠন ফেডারেশনের একজন খ্যাতনামা বডিবিল্ডার। এছাড়াও তিনি গত ৩০ মার্চ/২০১৯ তারিখে রাজধানী ঢাকায় এন এস সি টাওয়ারে ৭০ কেজি ওজন শ্রেনীর ক্যাটাগরীতে ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ‘সেলিম আল-মাহমুদ প্রেজেন্টস ওয়ালটন মিস্টার ঢাকা উন্মুক্ত শরীরগঠন এবং ফিজিক চ্যাম্পিয়নশিপ-২০১৯’ প্রতিযোগিতায় স্বর্ণপদকসহ মি. ঢাকা খেতাবে ভূষিত হোন। সর্বপ্রথম একজন বাংলাদেশী হিসাবে বডিবিল্ডিংয়ে তিনিই দেশের হয়ে প্রথম স্বর্ণ পদক অর্জন করেন। এশিয়ান গেমসে সফলতা অর্জনের লক্ষ্যে রনজিৎ চন্দ্র সরকার প্রিয় দেশবাসী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ শুভাকাঙ্খিদের নিকট দোয়া/আশির্বাদ কামনা করেছেন।