পাবনার সুজানগর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মটরসাইকেল চোরাইচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। গত শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় পাঁচটি চোরাই মটরসাইকেল উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত মটরসাইকেল চোরাইচক্রের সদস্যরা হলো উপজেলার চরদুলাই গ্রামের বাবুল শেখের ছেলে জুয়েল হোসেন (২৬). সাঁথিয়া উপজেলার এদরাপপুর গ্রামের ইয়াছীন আলী খানের ছেলে সাগর খান (২০) ও কাবারীকোলা গ্রামের কাজেম শেখের ছেলে সাগর শেখ (১৯)।
সুজানগর থানার ইন্সপেক্টর (তদন্ত) হাদিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা রাতে উপজেলার চরদুলাই বাজার এলাকা থেকে প্রথমে ওই জুয়েলকে একটি চোরাই মটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে সে জানায়, মটরসাইকেল চোরাইচক্রের আরো দুই সদস্য চারটি চোরাই মটরসাইকেলসহ পাবনা-নগরবাড়ী সহাসড়কের পার্শ্ববর্তী দাঁড়িয়াপুর উচ্চবিদ্যালয়ের পাশে অবস্থান করছে। এ সময় এসআই অর্জুন কুমার মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ওই স্থান থেকে চারটি চোরাই মটরসাইকেলসহ ওই সাগর খান ও সাগর শেখকে গ্রেফতার করে। সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন জানান, ইতঃপূর্বে আন্তঃজেলা মটরসাইকেল চোরাইচক্রের সদস্য উপজেলার চরসুজানগর গ্রামের শামীম বিশ্বাসসহ আরো তিন মটরসাইকেল চোরকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ওইদিন আন্তঃজেলা মটরসাইকেল চোরাইচক্রের ওই তিন সদস্যকে গ্রেফতার এবং মটরসাইকেল উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ গ্রেফতারকৃতদের কোর্টে সোপর্দ করেছে।