ঝিনাইদহ জেলায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় টিকে যাওয়া সদস্যদের ভেরিফিকেশন পদ্ধতি বদলে গেছে। পূর্বে পুলিশে চাকুরী পাওয়া সদস্যদের পরিবারকে ভেরিফিকেশনে আসা কর্মকর্তাদের নগদ টাকা দেওয়াসহ নানাভাবে তুষ্ট করতে হতো। কিন্তু চলতি বছর (২০১৯) ঝিনাইদহ জেলা ব্যাপী এ ভেরিফিকেশন পদ্ধতির আকাশ-পাতাল পার্থক্য দেখা গেছে। এবার পুলিশ কনস্টেবল পদে ভেরিফিকেশনে টাকা নেওয়ার পরিবর্তে বাড়িতে বাড়িতে যেয়ে ফুল আর মিষ্টি নিয়ে হাজির হচ্ছেন পুলিশ কর্মকর্তারা। পুলিশের এমন ভেরিফিকেশন পদ্ধতি দেখে চাকুরী পাওয়া সদস্য ও পরিবারের লোকজন হতবাগ হয়েছেন।
আর সবই সম্ভব হয়েছে ঝিনাইদহ জেলার পুলিশ সুপার হাসানুজ্জামানের প্রচেষ্টায়। তিনি এবার মাত্র ১০০ টাকায় ৫৯ জনকে পুলিশ কনস্টেবল পদে চাকুরী দিয়েছেন। বিনামূল্যে পুলিশে নিয়োগ ও পুলিশ ভেরিফিকেশন দেখে সাধারণ মানুষ মুগ্ধ হয়েছেন। অনেকের পুলিশের প্রতি বিরূপ ধারণা কেটে গেছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশকে অনেকে ধন্যবাদও জানাচ্ছেন। ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের বানিয়াকান্দর গ্রামের হতদরিদ্র আবুল কাশেমের মেয়ে স্বর্ণালী খাতুন পুলিশ কনস্টেবল পদে চাকুরী পেয়েছেন। সদর থানার এসআই সম্বিত রায় তার বাড়িতে ফুল আর মিষ্টি নিয়ে হাজির হন ভেরিফিকেশন করতে। পুলিশ কর্তকর্তার এ রকম ভেরিফেকেশনে আসতে দেখে পরিবারের সদস্যরা আশ্চর্য হয়ে পড়েন।
চাকুরী পাওয়া স্বর্ণালী খাতুনের পিতা আবুল কাশেম জানান, তারা অত্যন্ত গরীব মানুষ। দিনমজুরি করে তাদের সংসার চলে। মাটির ঘর আর টিনের চালার নীচে তাদের বসবাস। মেয়েকে অনেক কষ্টে পড়াশুনা করিয়ে এবার পুলিশে দাঁড় করিয়েছিলেন। তার মেয়ের চাকুরী পেতে কোন টাকা লাগেনি। বরং ভেরিফিকেশন করতে এসে পুলিশ তার মেয়েকে ফুল আর মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এ রকম আরো ভেরিফিকশন হয়েছে মহারাজপুর ইউনিয়নের কেশবপুর হাজরাপাড়া গ্রামের অনিল কুমার সরকারের ছেলে রিংকু সরকার, মধুহাটি ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে সৌরভের ক্ষেত্রেও একই অবস্থা। তাদের বাড়িতেও পুলিশ সদস্যরা ফুল আর মিষ্টি নিয়ে হাজির হন।ঝিনাইদহ সদর থানা এসআই সম্বিত রায় জানান, পুলিশ সুপার স্যার এর প্রচেষ্টায় স্বচ্ছতার ভিত্তিতে সবাই বিনামূল্যে চাকুরী পেয়েছেন। চাকুরী দেওয়ার ক্ষেত্রে এবার কোন অনিয়ম হয়নি। অনেক মেধাবী ও গরীব পরিবারের সদস্যরা মাত্র ১০০ টাকায় চাকুরী পেয়েছেন। সবই পুলিশ সুপার স্যার হাসানুজ্জামানের প্রচেষ্ঠায় সম্ভব হয়েছে।
অপরদিকে নিজে উপস্থিত হয়ে এমন ভেরিফিকেশন করেছেন কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী। পুলিশে চাকুরী পাওয়া সদস্যদের বাড়িতে বাড়িতে ফুল আর মিষ্টি নিয়ে হাজির হন তিনি। চাকুরী পাওয়া সদস্যদের হাতে নিজে তুলে দেন ফুল আর মিষ্টির প্যাকেট।
পুলিশের এ কর্মকর্তা জানান, নিজে থানার অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে রাতে চাকুরী পাওয়া সদস্যদের বাড়িতে বাড়িতে ভেরিফিকেশন করতে যান। সাথে নিয়ে যান ফুল আর মিষ্টি। চাকুরী পাওয়া সদস্য ও তাদের পরিবারের হাতে তুলে দেন ফুল আর মিষ্টির প্যাকেট।
তিনি আরো জানান, আগে চাকুরী পেতে হলে টাকা দিতে হতো। পুলিশ ভেরিফিকেশনে গেলে তদন্ত কর্মকর্তাকে টাকা পয়সা দিয়ে সন্তুষ্ট করতে হতো। যাতে ভেরিফিকেশনের রিপোর্ট খারাপ না দেয়। এখন পুরোটাই উল্টো চিত্র। টাকা পয়সা নেওয়ার পরিবর্তে পুলিশ এখন ভেরিফিকেশনে ফুল আর মিষ্টি নিয়ে হাজির হচ্ছেন। এটা চাকুরী পাওয়ার একটি ইতিবাচক উন্নয়ন বলে তিনি মনে করেন।
পুলিশের এ কর্মকর্তা জানান, কালীগঞ্জ উপজেলার মোল্লাডাঙ্গা গ্রামের মোমিন উদ্দীনের মেয়ে সিনথিয়া খাতুন, বেলাট গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মেহেদী হাসান, বাদেডিহি গ্রামের মৃত মনিরুজ্জামানের মেয়ে আফরোজা খাতুন. বেলাট দৌলতপুর গ্রামের জিতেন কুমারের ছেলে দিপ্র বিশ্বাসসহ ৫ জনের ভেরিফিকেশন করেছেন। তারা সবাই গরীব পরিবারের সন্তান। সবার পরিবারেই তিনি ফুল ও মিষ্টি নিয়ে হাজির হন।
এমনচিত্র দেখা গেছে জেলার কোটচাঁদপুর উপজেলায়। এ উপজেলায় ৫ জন ছেলে পুলিশ কনস্টেবল পদে চাকুরী পেয়েছেন। তাদের ফেরিভিকেশনে ফুল আর মিষ্টি নিয়ে হাজির হয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) ইমরান আলম জানান, আমরা যখন চাকুরী পেয়েছি তখন ভেরিফিকেশন ছিল এক রকম। এবার তার চিত্র সম্পূর্ণ বদলে গেছে। চাকুরী পাওয়া পুলিশ সদস্যদের ভেরিফিকেশনে ফুল আর মিষ্টি নিয়ে তাদের অভ্যর্থনা জানানো হচ্ছে। তিনি মনে করেন, এটা পুলিশ ভেরিফিকেশনের একটা ইতিবাচক পরিবর্তন।
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (পুরুষ ও নারী) পদে নিয়োগ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদে পদন্নোতি প্রাপ্ত) মিলু মিয়া বিশ্বাস বলেন, গত ২৬ জুন ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান এর নেতৃত্বে পুলিশ লাইন্স এ নিয়োগ কার্যক্রম শুরু হয়ে ২ জুলাই শেষ হয়।
এবারের নিয়োগ কার্যক্রমে প্রায় ৩ হাজার প্রার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে থেকে লিখিত পরিক্ষায় ৩৪১ জন অংশ গ্রহন করে। চুড়ান্ত ফলাফলে মেধা তালিকা অনুসারে ৫৯ জনকে নির্বাচিত করা হয়েছে।এর মধ্যে পুরুষ ৩০ জন (কোটাসহ) ও মহিলা ২৯ জন (কোটাসহ) প্রাথমিক ভাবে নির্বাচিত করা হয়েছে।