খুলনার পাইকগাছায় ভিটে বাড়ীর জমির বিরোধে দু'পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। এক জনের অবস্থা গুরুতর। এ নিয়ে থানায় মামলা ও পাল্টা অভিযোগ হয়েছে। পুলিশ ৪ জনকে আটক করেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার আলমতলা গ্রামে।
সংশ্লিষ্ঠ সূত্র গুলো জানিয়েছেন, ভিটেবাড়ীর আইল সিমানার জমি নিয়ে আলমতলার আনোয়ার গাজী ও আমজাদ কাগজী পরিবারের মধ্যে বেশ কিছু দিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে লস্কর ইউপি চেয়ারম্যান-কেএম আরিফুজ্জামান তুহিন পর্যন্ত গড়ালে মীমাংসার জন্য তিনি স্থানীয় ইউপি সদস্য হারুন জমাদ্দারের উপর দায়িত্ব দেন। দুপক্ষের সম্পত্তিতে ইউপি সদস্য আমিন নিয়ে জরিপের পর খুটো মেরে আইন সিমানা নির্ধারণ করে দেন। এর পর আনোয়ার গাজী পাওনা জমির উপর দিয়ে ড্রেন করার পর শুক্রবার সকালে দড়ি টাঙিয়ে স্থানীী খুটো মারতে গেলে প্রতিপক্ষরা বাধা দিলে মারপিট সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একই পরিবারের বৃদ্ধ বাবা আনোয়ার গাজী (৬৫), ছেলে রহমান (৩০), সালাম (৩৫) ও হাবিবুর গাজীর (২৫) মাথা ফেঠে জখম হয়। এ সময় প্রতিপক্ষেরর হাতে হান্নান কাগজী (৩০) ও লিটন কাগজী (২৯) আহত হয় বলে তাঁদের পরিবার অভিযোগ করেছেন।
এদিকে একই পরিবারের আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন সালামের আবস্থা গুরুতর বলে পুলিশ জানিয়েছেন।
এ ঘটনায় জামায়াত গাজী বাদী হয়ে হান্নান কাগজী, লিটন কাগজী, আমজাদ কাগজী ও বোরহান কাগজী সহ অজ্ঞাত ৫/৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন, যার নং-২০। পুলিশ এ জনকে আটক করেছেন। অপর দিকে হান্নান কাগজীর স্ত্রী রেক্সোনা বেগম বাদী হয়ে প্রতিপক্ষ আনোয়ার গাজী, সালাম গাজী, সালাউদ্দীন গাজী, রহমান গাজী, হাবিবুর গাজী, সাত্তার, জমাত গাজী সহ ১০/১২ জনের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেছেন। রেক্সোনা অভিযোগ করেছেন পূর্ব শত্রুতার জেরে আনার গাজী পরিবার বে-আইনী ভাবে আমাদের বসত বাড়ীতে ঢুকে জমি দখল চেষ্টা করলে বাধা দিলে মারপিটের ঘটনা ঘটে।
অন্যদিকে আহত ছেলে রহমান-সালামের মা ফরিদা বেগম অভিযোগ করেছেন, সামান্য ভিটেবাড়ী জমি নিয়ে নিয়ে বিরোধ দেখা দিলে চেয়ারম্যানের মাধ্যমে ইউপি সদস্য আমিন নিয়ে জরিপ করে খুটো মেরে মিমাংশা করে দেন। ঘটনার সময়ে সুতো টেনে কাজ করতে গেলে কাগজীরা লাঠি-সোটা নিয়ে হামলা চালিয়ে স্বামী-সন্তানদের মারপিট করে মাথা ফাঁটিয়ে আহত করে। ইন্সপেক্টর (তদন্ত) রহমত আলী বলেন, জমির বিরোধে মারপিটের ঘটনায় মামলা সহ ৪ জন আটক করা হয়েছে। এ ঘটনায় অন্যপক্ষ থানায় আরোও একটি অভিযোগ করেছেন বলে পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।