ময়মনসিংহের গফরগাঁও প্রেসক্লাবের আগামী এক বছরের জন্য ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে আতাউর রহমান মিন্টু (ইত্তেফাক) সভাপতি এবং সাধারন সম্পাদক পদে শফিউল আলম মারুফ (মানবজমিন) নির্বাচিত হয়েছেন।
গফরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন করা হয়। নির্বাচন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উপাধ্যক্ষ শফিকুল কাদির, নির্বাচন কমিটির সদস্য ছিলেন এইচ কবীর টিটো ও আফাজ উদ্দিন। এ ছাড়া সহ-সভাপতি পদে মানছুর আহম্মেদ ( দৈনিক স্বদেশ সংবাদ), যুগ্ম-সম্পাদক পদে রোকন উদ্দিন সবুর (সময়ের আলো), কোষাধ্যক্ষ পদে মোফাজ্জল আনসারী (সংগ্রাম) এবং নির্বাহী সদস্য পদে আব্দুল্লাহ আল আমিন বিপ্লব (সমকাল), শেখ আব্দুল আওয়াল (জনকন্ঠ), আব্দুছ ছালাম সবুজ (দৈনিক করতোয়া) ও ফকির এ মতিন (ভোরের কাগজ) নির্বাচিত হয়েছেন।