বগুড়ার নন্দীগ্রামে পুকুরে ডুবে রিহাদ হাসান হ্নদয় (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে পৌরসভার মরাগাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে। রিহাদ ওই গ্রামের বাবু মিয়ার পুত্র।
স্থানীয়রা জানায়, দুপুর ২ টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় রিহাদ। পরে নিখোঁজের বেশ কিছু সময় পর বাড়ির পাশের পুকুরের পানিতে রিহাদ ভেসে উঠে। এ সময় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে শহরের একটি ক্লিনিকে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিহাদকে মৃত ঘোষণা করেন।
পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর জালাল উদ্দিন শিশু রিহাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।