মুষলধারে বৃষ্টিতে ভিজে সড়ক সংস্কারের দাবীতে নীলফামারী ডোমার উপজেলায় ঘন্টাব্যাপি মানববন্ধন পালিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টার দিকে প্রতিবাদি ডোমারবাসীর ব্যানারে রেলঘুন্টি মোড়ে এ মানববন্ধন শুরু হয়। মানববন্ধনে কেউ ছাতা নিয়ে, আবার কেউ বৃষ্টিতে ভিজেই অংশ নেয়।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আসাদুজ্জামান চয়নের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সেচপাম্প মালিক সমিতির সভাপতি গোলাম কুদ্দুস আইয়ুব, দন্তসিকিৎসক ডা. ওমর ফারুক, নুরুজ্জামান বাবলা, স্থানীয় সংবাদকর্মী আবু ফাতাহ পাখি, আব্দুল্লাহ আল মামুন, ইয়াছিন মোহাম্মদ সিথুন, কলেজ ছাত্র রাশেদুল ইসলাম আপেল, সোহেল রানা প্রমূখ বক্তব্য রাখেন। বক্তরা বলেন, ডোমার সদরের থানা হতে বাজার ও বাসস্টান্ডের উপর দিয়ে যাওয়া প্রায় দেড় কিলোমিটার সড়কটি চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। সড়কটির কোথাও হাুঁট আবার কোথাও এর চেয়েও বেশী গর্ত রয়েছে। সামন্যা বৃষ্টি হলেই দূর্ভোগে পড়তে হচ্ছে লক্ষাধীক ডোমারবাসীকে। তারা আরো বলেন, গত চার বছর হতে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিবর্ষা মৌসুমে সড়ক ও জনপথ বিভাগ সড়কটি সংস্কার করার কথা বললেও তা করা হচ্ছে না। তারা আগামী ৩০ দিনের মধ্যে সড়কটি সংস্কার না হলে আমরণ অনশন কর্মসুচির হুশিয়ারী দেন।
এ ব্যপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রোকৌশলী একেএম হামিদুর রহমান জানান, প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ওই সড়কটির এক কিলোমিটার সংস্কার কাজের টেন্ডার হয়ে গেছে। ঠিকাদারী প্রতিষ্ঠান ঢাকার হক এন্টার প্রাইজ আগামী সাত দিনের মধ্যে কাজ শুরু করবে।