আষাঢ়-শ্রাবণ বর্ষাকাল। আর এ সময় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। বৃষ্টির পানিতে খাল-বিল এবং নদীনালা ভরে যায়। কিন্তু এ বছর আষাঢ় মাস শেষ হতে চললেও সুজানগরে বৃষ্টির তেমন দেখা নেই। ফলে উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলসহ অন্যান্য খালবিল প্রায় পানি শূন্য। আর খাল-বিল এবং নদীনালায় পানি না থাকার কারণে উপজেলার পাট চাষীরা পাট পচানো নিয়ে বিপাকে পড়েছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ১০টি ইউনিয়নে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৯হাজার ৫‘শ হেক্টর জমিতে। কিন্তু অনুকূল আবহাওয়া আর ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার-বীজ ও কীটনাশক পাওয়ায় আবাদ হয়েছে প্রায় ১০হাজার হেক্টর জমিতে। ইতোমধ্যে আগাম আবাদ করা পাট কাটা শুরু হয়েছে। কিন্তু পানির অভাবে পাট জাগ (পচানো) দেওয়া নিয়ে হিমশিম খাচ্ছেন কৃষকরা। উপজেলার বোনকোলা গ্রামের কৃষক মাজেদুল হক জানান, বর্ষাকাল চললেও বৃষ্টি না হওয়ার কারণে বাড়ির আশপাশের খালবিলে পানি নেই। এমনকি উপজেলার বিশাল গাজনার বিলেও তেমন পানি নেই। সেকারনে নিরুপায় হয়ে বাড়ির পুকুরের পানিতে কিছু কিছু করে পাট পচাচ্ছি। একই এলাকার কৃষক আব্দুল মজিদ খান জানান, বাড়ির জমির আশপাশের কোন খালবিলে পাট পচানোর মতো পানি নেই। সেকারণে জমি থেকে পাট কেটে যানবাহনে করে প্রায় ২কি.মি দূরের একটি ডোবায় নিয়ে গিয়ে পচানোর ব্যবস্থা করেছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ বলেন গাজনার বিলে সারা বছর পর্যাপ্ত পানির ব্যবস্থা করতে উপজেলার তালিমনগরে ব্যয়বহুল পাম্প হাউজ নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজ শেষ হলে আশা করি অন্তত বিলে সারা বছর পানি থাকবে। এতে কৃষকরা প্রয়োজনে বিলে পাট নিয়ে পচাতে পারবেন।