শহরের ষষ্টিতলা বুনোপাড়া রোডস্থ সংলগ্ন একটি পুকুর ভরাট করতে চিহ্নিত সন্ত্রাসীরা ঠিকাদারের কাছে ৫লাখ টাকা চাঁদাদাবি করে নগদ ৫০ হাজার টাকা কেড়ে নিয়েছে। এ ঘটনায় দুই চাঁদাবাজের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩/৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিরা হচ্ছে,শহরের রেলগেট পশ্চিম পাড়ার মৃত সবুর আলী ওরফে সবুর পকেটমারের ছেলে শহিদুজ্জামান সেলিম ওরফে চঞ্চল ওরফে টেরা চঞ্চল,ষষ্টিতলা পাড়া মুজিব সড়কের বাইলেন আহম্মদ আলীর ছেলে ফিরোজ। যশোর শহরের ষষ্টিতলা বুনোপাড়ার মৃত ওহিদ উদ্দিন আহমেদের ছেলে এ টি মোস্তফা হিন্দাল বাদি হয়ে বুধবার রাতে মামলা দায়ের করেন।
মামলায় হিন্দাল উল্লেখ করেন, যশোর শহরের ষষ্টিতলা বুনোপাড়া রোডস্থ সংলগ্ন ৩ বিঘা জমির উপর তার একটি পুকুর আছে। ওই পুকুর ভরাট করতে সম্প্রতি সে পিটিআই স্কুল রোডস্থ মৃত সাইদুল হকের ছেলে মনিরুল ইসলাম ও ষষ্টিতলা পাড়ার মৃত সুবেদ আলীর ছেলে সৌখিনকে ঠিকাদার নিয়োগ করেন। দু’জন ঠিকাদার চুক্তিমোতাবেক গত ৫ জুলাই সকালে শ্রমিক নিয়ে পুকুরে মাটি ভরাটের কাজ শুরু করে। ওই মাটি ভরাটের কাজে ওই চিহ্নিত চাঁদাবাজ মনিরুল ইসলাম ও সৌখিনের কাছে ৫লাখ টাকা চাঁদাদাবি করে। চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মনিরুল ইসলামের কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা ও সৌখিনের কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা সরুপ নিয়ে যায়। চলে যাবার সময় সন্ত্রাসী চাঁদাবাজরা ঠিকাদারগনকে বাকী সাড়ে ৪লাখ টাকা চাঁদা দেওয়ার জন্য প্রাণ নাশের হুমকী দেয়।