আবাসিক এলাকায় মুরগীর খামার তৈরী করে পরিবেশ দুষণের অভিযোগে বৃহস্পতিবার বিকেলে তিন মুরগী খামারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জেলার গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন।
উপজেলা স্বাস্থ্য পরিদর্শক শংকর দাশ জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে চরদিয়াশুর গ্রামের তিনটি পোল্ট্রি খামারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় পরিবেশ ছাড়পত্র না নিয়ে আবাসিক এলাকায় মুরগীর খামার তৈরী করার অপরাধে খামারী মজিবর বেপারীকে দুই হাজার টাকা, জামাল বেপারীকে দুই হাজার ও আনোয়ার আকনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।