যশোরের কেশবপুর উপজেলার মুকুল হত্যা মামলার পুনঃচার্জশিট দিয়েছে সিআইডি পুলিশ। ৩ জনকে অভিযুক্ত করে সিআইডি পুলিশের পরিদর্শক হারুন অর রশিদ যশোর আদালতে এ চার্জশিট দাখিল করেন। অভিযুক্তরা হলো, একই উপজেলার শাহাপুর গ্রামের আবুল কালাম, স্ত্রী ঝরণা খাতুন ও ছেলে শিমুল হোসেন।
মামলার বিবরণে জানা যায়, আসামি আবুল কালামের বাড়িতে ২০১৭ সালের ১৫ জুন রমজান মাসে ইফতার মাহফিল ছিল। ইফতারের আগ মুহূর্তে আসামি আবুল কাশেমের ছোট ভাই কামরুল হাসানের ছাগলে ইফতারি খেয়ে ফেলে। এ সময় আসামিরা কামরুল ও তার স্ত্রীকে মারপিট করে। ইফতারের পর আসামিরা আবুল কাশেমের বাড়িতে গিয়ে গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে বাড়ির লোকজনকে তারা মারপিট করে। এ সময় আসামিরা আবুল কাশেমের ছেলে মুকুল হোসেনকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ব্যাপারে নিহত মুকুলের ভাই মামুনুর রশীদ বাদী হয়ে ৩ জনের নাম উলে¬খসহ অজ্ঞাত আরো ২/৩ জনের বিরুদ্ধে কেশবপুর থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ওই বছরের ১০ সেপ্টেম্বর ওই তিনজনকে অভিযুক্ত করে যশোর আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। পরে এ চার্জশিটের উপর নারাজি আবেদন করা হলে আদালতের আদেশে প্রথমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পরে সিআইডি পুলিশকে তদন্তের দায়িত্ব দেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।