যশোরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে আটক রাকিবুল হাসান শান্ত ও মামুন হোসেন জনির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। যশোর শহরের সিটি প¬াজা মার্কেটের ব্যবসায়ী এসএস ফ্যাশনের মালিক শাহ আলম বাদী হয়ে মঙ্গলবার রাতে কোতোয়ালি মডেল থানায় এ মামলাটি দায়ের করেন। তারা পুলিশ পরিচয়ে চাঁদাবাজির কথা স্বীকার করে বুধবার আদালতে জবানবন্দি দিয়েছে।
বাদী মামলায় উলে¬খ করেছেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে আসামি রাকিবুল হাসান শান্ত তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে কর্মচারী আবদুর রহমানের কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। এরপর দোকান মালিকের মোবাইল নম্বর নিয়ে ফোন করেও একইভাবে টাকা দাবি করা হয়। ওই সময় সিটি প¬াজা মার্কেটের অন্য ব্যবসায়ীদের সহায়তায় শান্তকে আটক করা হয়। পরে শান্তর স্বীকরোক্তিতে জনিকেও আটক করা হয়। বুধবার তাদের দু’জনকেই এ মামলায় আদালতে পাঠানো হয়। এ সময় তারা পুলিশ পরিচয়ে চাঁদাবাজির কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।