যশোর কোতয়ালি মডেল থানা ও সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজাসহ তিন মাদক বহনকারীকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, শহরের বেজপাড়া কবরস্থান পাড়ার আবুল কাশেমের ছেলে হাসান, সদর উপজেলার পাগলাদাহ মাঠপাড়ার বসির হোসেন ওরফে মফিজের ছেলে শহিদুল ইসলাম ও শহরের মোল্যাপাড়া আমতলার মৃত খায়রুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম।
কোতয়ালি মডেল থানার এসআই মাহাবুব আলম জানান, বুধবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে শহরের পিয়ারী মোহন রোড সাদেক দারোগার মোড় আলিফ জুয়েলারি দোকানের সামনে থেকে হাসান নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০পিস ইয়াবা উদ্ধার হয়। অপরদিকে, সদর পুলিশ ফাঁড়ির এসআই সহিদ হোসেন জানান, রাতে গোপন সূত্রে খবর পেয়ে শহরের খালধার রোডস্থ বরফকল মোড়ের আনিসের দোকানের সামনে থেকে শহিদুল ইসলাম ও জহিরুল ইসলামকে ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে।