পাঁচ লাখ টাকা যৌতুকের জন্য এক গৃহবধূকে বেধড়ক মারপিট করে বাড়ি হতে তাড়িয়ে দেয়ার অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলার আসামিরা হচ্ছে, গৃহবধূর স্বামী মাগুরার সদর উপজেলার কুশাবাড়িয়া গ্রামের খারুজ্জামানের ছেলে কামরুজ্জামান, মৃত এরফান মোল্লার ছেলে খায়রুজ্জামান ও রেহেনা খাতুন। মামলাটি দায়ের করেন গৃহবধূ তাসনিম খাতুনের চাচাতো ভাই যশোর শহরের পশ্চিম বারান্দীপাড়া কদমতলার শহিদুল্লাহর ছেলে শেখ মারুফ শেহাব।
বুধবার কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত মামলায় মারুফ শেহাব বলেছেন, গত ৬ বছর পূর্বে তার চাচাতো বোন তাসনিম খাতুনের সাথে কামরুজ্জামানের বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্বামী কামরুজ্জামান ৫ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রী তাসনিম খাতুনের উপর নির্যাতন শুরু করে। গত দুই মাস যাবৎ নির্যাতনের পরিমান বাড়িয়ে দেয়। এ কাজের স্বামীর সাথে যোগ দেন তার শ^শুর ও শাশুড়ি। গত ১৩ জুন বিকেল ৪ টায় শহরের পশ্চিম বারান্দীপাড়া কদমতলায় শেখ মারুফ শেহাবের বাড়িতে আসামিরা যায়। এ সময় তারা তাদের পূর্বের দাবিকৃত ৫লাখ টাকা যৌতুক দাবি করে। এ টাকা না দিলে তাসনিম খাতুনকে তাদের সাথে নিয়ে যাবে না বলে বেধড়ক মারপিট করে দুই সন্তান নিয়ে তারা চলে যায়। মারুফ শেহাব বলেছেন, তাসনিম খাতুনের পিতা এসএম মাহাবুব উল্লাহ তুলা উন্নয়ন বোর্ড বান্দরবনে অবস্থান করায় পিতার পক্ষে মেয়ে নির্যাতনের অভিযোগ দিতে দেরী হওয়ায় চাচার সাথে আলাপ আলোচনা করে থানায় যৌতুক আইনে এ মামলা দায়ের করেন।