বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন শহরের কুখ্যাত মাদক ব্যবসায়ি রহিমা বেগম ওরফে সুটকি (৪৫) ও তার সহযোগী মিনহাজ হোসেন (২৫) কে গ্রেপ্তার করেছে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল। বৃহস্পতিবার দুপুরে সান্তাহার পৌর শহরের চা-বাগান মহল্লার নিজ বাসা থেকে মাদক’সহ তাদের গ্রেপ্তার করা হয়। এই দুই জনের বিরুদ্ধে বিকেল সাড়ে ৫টায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে। সান্তাহার সার্কেলের মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক শামসুল আলম বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।
সান্তাহার সার্কেলের পরিদর্শক শামসুল আলম বলেন, রহিমা বেগম ওরফে শুটকি একজন কুখ্যাত মাদক ব্যবসায়ি। এর আগে তাকে মাদক’সহ পুলিশ ও বিভিন্ন আইন প্রয়োগকারি সংস্থা একাধিকবার গ্রেপ্তার করলেও তিনি জামিনে ছাড়া পেয়ে আবারোও মাদক ব্যবসা অব্যাহত রেখেছেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে তার কয়েকজন সহযোগী নিয়ে সান্তাহার শহরের চা-বাগান মহল্লায় মাদক বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে তার নিজ বাসা থেকে মাদক কেনাবেচার সময় রহিমা বেগম শুটকি ও তার সহযোগী মিনহাজ কে ১০০ পুড়িয়া হেরোইন, ৭০ পিচ ইয়াবা বড়ি ও ৪০টি ভারতীয় নেশার ইনজেকশন’সহ গ্রেপ্তার করা হয়। এ সময় আরো কয়েকজন মাদক ব্যবসায়ি সেখান থেকে পালিয়ে যায়।