রাজশাহীর বাঘায় এক কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা সড়ক বছর না যেতেই ভেঙ্গে গেছে। বাঘা-নারায়নপুর সড়কের বিভিন্নস্থানে সড়ক ভেঙ্গে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচলা মানুষ। তবে এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে অনেকে দুর্ঘটনার শিকার হচ্ছেন।
জানা যায়, গত বছর বর্ষা মৌসুমের আগে উপজেলা এলজিইডি দফতরের মাধ্যমে এক কোটি টাকা ব্যয়ে ‘বাঘা মুজিব চত্বর হতে নারায়নপুর সড়কঘাট পর্যন্ত এক কিলোমিটার’ রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। রাজশাহীর এক ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে থেকে স্থানীয় এক ঠিকাদার এ কাজটি করেন। কিন্তু বছর না যেতেই রাস্তাটির বিভিন্নস্থানে পানি নামা ড্রেনের পাশ দিয়ে বড় বড় গর্ত দেখা দিয়েছে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচলা মানুষ। এ ছাড়া অনেকে দুর্ঘটনার শিকার হচ্ছেন বলে জানা গেছে।
উপজেলার নারায়নপুর এলাকার কলেজ ছাত্র সাকিব আহম্মেদ বলেন, এক বছর আগে নির্মান করা রাস্তাটি এত দ্রুত ভেঙ্গে যাবে এটা আশা করিনি। রাস্তার পশ্চিম পাশ দিয়ে পানি নিস্কাশনের ড্রেনের কিছু স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে এ রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্চে। তবে রাতে চলাচল করতে অনেকে দুর্ঘটনার শিকার হচ্ছেন।
এ বিষয়ে স্থানীয় ঠিকাদারের সাথে কয়েকদফা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিন রেজা বলেন, রাস্তার বিষয়ে বাঘা পৌর মেয়র ও উপজেলা প্রকৌশলীকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
বাঘা উপজেলা প্রকৌশলী রতন ফৌরজদার বলেন, বাঘা-নারায়নপুর সড়কের বিষয়ে অবগত আছি। এ রাস্তা নির্মাতকৃত ঠিকাদারকে সম্পূর্ণ বিল দেয়া হয়নি। চলতি বর্ষার পর ভাঙ্গনকৃত স্থানগুলো মেরামত করে দেয়ার পর পুরো বিল প্রদান করা হবে।