ভোলাহাটে ফার্মিং পদ্ধতিতে রেশমচাষ সম্প্রসারণ ও উদ্যোক্তা অন্বেষণ বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১জুলাই (বৃহস্পতিবার) ভোলাহাট উপজেলা প্রশাসন ও চাঁপাইনবাবগঞ্জ জোনাল রেশম সম্প্রসারণ কার্যালয় এর আয়োজনে নাচোল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, মুঃ আবদুল হাকিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, প্রধান সম্প্রসারণ কর্মকর্তা এমদাদুল বারী, বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট রাজশাহী, পরিচালক, মুনসুর আলী। স্বাগত বক্তব্য রাখেন, ডিডি আকতারুল ইসলাম। অনান্যের মাধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় গরিবুল্লাহ দবির, শাহানাজ খাতুন, জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মশফিকুল ইসলাম তারা, এডি কাজী মাসুদ রেজা, উপজেলা প্রকৌশলি শ্রী সুনীল কুমার ঘোষ, রেশম চাষি সমরুদ্দিন, মাইনুল ইসলামসহ অন্যরা। বক্তারা বলেন, কৃষকের জন্য ধান চাষ তেমন লাভ জনক হচ্ছেনা এখন সময় এসেছে ভাববার, কৃষককে বিকল্প কৃষি চাষ করতে হবে যাতে করে পানি কম লাগে এবং কৃষক লাভবান হয়। মহাপরিচালক, মুঃ আবদুল হাকিম তথ্য উপাত্ত তুলেধরে তাঁর বক্তব্যে বলেন, ভোলাহাট এলাকায় তাপমাত্রা এবং আবহাওয়া রেশম চাষের জন্য অনেকটা সম্ভাবনাময়। তাই বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এলাকা হিসেবে চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট এবং নওগাঁর কিছু এলাকাসহ ৮টি জেলাকে বেছে নিয়ে একটি মেগা প্রকল্প হাতে নিয়েছে।