মোল্লাহাটে র্যালি-আলোচনা সভা ও দয়িত্ব পালনে কৃতিত্ব অর্জনকারীদের সম্মাননা সনদ/পুরস্কার প্রদানের মধ্যদিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের শুরুতে বর্ণাঢ্য এক র্যালি গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে পরিবার পরিকল্পনা কার্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও দায়িত্ব পালনে শ্রেষ্ঠদের মাঝে সম্মাননা সনদ/পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, অধ্যক্ষ এল. জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও ইউপি চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন সাংবাদিক মোঃ মনিরুজ্জামান মোল্লা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফিজা খানম, পিডব্লিউএ. শ্যামলী লতা, অফিস সহকারী মাহামুদুল হাসান, ইপিআই শিরিনা আক্তার ও মোঃ বিল্লাল হোসেন মুন্সি প্রমূখ।,